প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনায় কবরস্থানের ভিতর থেকে ঝুলন্ত দেহে এক যুবকের লাশ উদ্ধার

পাবনায় কবরস্থানের ভিতর থেকে ঝুলন্ত দেহে এক যুবকের লাশ উদ্ধার । ২ ডিসেম্বর আজ শনিবার আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পায়,এই ঘটনা ঘটে পাবনার আমিনপুর থানাধীন নান্দিয়ারা কবরস্থানে।স্থানীয়সূত্রে যানাযায়,ফজরের নামাজ শেষ করে মুসল্লিরা কবর জিয়ারত করতে যান গোরস্থানে।ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে তাৎক্ষণিক খবর দেওয়া হয় এবং সেই সাথে আমিনপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।নিহত ওই যুবক শিবপুর গ্রামের মৃত সোহেলের ছেলে শুভ(২৬),এদিকে শুভর পরিবারের লোকজন জানায়, শুক্রবার নান্দিয়ারা কবরস্থানের বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয়। সেই জলসায় আসার কথা বলে শুভ বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করি। কিন্তু কোথাও তার সন্ধান পাই না। তাদের দাবি শুভকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে ।এলাকাবাসী জানান,আম গাছের সাথে যেভাবে ঝুলছে এই অবস্থায় আম গাছকে প্যাঁচায়ে ধরলেও বাঁচার সম্ভাবনা থাকতো কিন্তু এ কেমন মৃত্যু ভাবলেও অবাক লাগে তবে সন্দেহাতীত বলে মনে করছি।পুলিশ প্রশাসনকে বলবো আপনারাই পারবেন একমাত্র সত্য ও সঠিকভাবে এর রহস্য উন্মোচন করতে।তবে মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন