প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দামুড়হুদায় বিয়ের ফুল কিনতে এসে সড়ক দুর্ঘটনার যুবকের মৃত্যু

দামুড়হুদায় বিয়ের ফুল কিনতে এসে সড়ক দুর্ঘটনার যুবকের মৃত্যু । চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের ফুল কিনতে এসে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬ টায় উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আইনুর বিশ্বাস (২২) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। উল্লেখ্য শুক্রবার সকলে আইনুর তার চাচা শামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য মটরসাইকেল যোগে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে যান। ফুল নিয়ে বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সে সড়কের অপর ছিটকে পড়ে মাথার প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।রাতে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ০২/১২/২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন