প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নন্দীগ্রামে সাংবাদিক আরাফাত পরিচয় পর্ব ও জীবনের ঘটনা

Seen by Journalist Arafat Hossen at 9:48 AM
নন্দীগ্রামে সাংবাদিক আরাফাত পরিচয় পর্ব ও জীবনের ঘটনা । বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের কালাসিংগা গ্রামের মোঃ আরাফাত হোসেন পিতা মোঃ সোহেল তিনি শিক্ষা জীবন শুরু করেন বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২ইং সালে থেকে,,বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাস করেন ২০১৬ইং সালে তারপরে ভর্তি হন বাঁশো মাধ্যমিক বিদ্যালয় তিনি ষষ্ঠ ও সপ্তম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করেন,, তারপরে ভর্তি হন অষ্টম শ্রেণীতে পাঠান আলহাজ্ব শমসের আলী এ.এস.এ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ইং সালে জিএসসি এবং ২০২২ইং সালে এসএসসি পাস করেন,,তারপরে হাট কড়ই ডিগ্রি কলেজে একাদশ ও দ্বাদশে পড়াশোনা করতেছিন।তিনি ২০২২ইং সাল থেকে সাংবাদিক পেশা আসেন সারাজীবন থাকবেন, তিনি সর্বদা সত্য পথে সাংবাদিক পেশা কাজ করেন,,সবাই তার জন্য দোয়া রাখবেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন