প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

শুভ জন্ম দিনের শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ

আমি মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম)এম.এ ।  আজ আমার ২৯তম শুভ জন্মদিন।
আমার  জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেনেআমার শ্রদ্ধা ভাজন বড় ভািই রিপোটার বাংলা টিভির প্রেসেন্টার মোঃ মাজেদুল ইসলাম ভাই।তাকে ও সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।অনেকে যে ভাবে আমাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভ জন্মদিন দৈনিক কলম যোদ্ধা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আনছারুজ্জামান (রেজওয়ান) ভাই।মহান রাব্বুল আলামীনের দরবারে সব সময় দোয়া করি তিনি আমার কাছের ও প্রিয় মানুষদের ভালো রাখুক,সুস্থ রাখুক।আপনি আমার খুব প্রিয় ও কাছের একজন। জন্মদিন এমন একটি দিন যা বছরে একবারই আসে।আপনি আপনার মেধা,পরিশ্রমও সাধনার মাধ্যমে আগামী দিনগুলোতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যান মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করি। জন্মদিন উপলক্ষে আমার পক্ষ লাল গোলাপের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন