প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আজ ‘জাগো২৪.নেট চতুর্থ বর্ষে পদার্পণ

আজ ‘জাগো২৪.নেট চতুর্থ বর্ষে পদার্পণ করল । গাইবান্ধা জেলার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর ৩য় তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। সত্যের সন্ধানে- শ্লোগান নিয়ে এ পোর্টালটি চতুর্থ বর্ষে পর্দাপণ করল। ১লা ডিসেম্বর শুক্রবার বিকেলে ‘জাগো২৪.নেট’ এর সাদুল্লাপুর অফিস কক্ষে এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলমের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল, অধ্যক্ষ আমিরুল মোমিনিন সাগর, প্রভাষক মাহমুদুল হক মিলন, শিক্ষক মোস্তাফিজার রহমান ফারুক, সমকাল প্রতিনিধি শাহজাহান সোহেল, সাংবাদিক আব্দুল কাফি সরকার, আব্দুল জোব্বার আকন্দ, মুয়াজ্জিন বেলাল হোসেন, ‘জাগো২৪.নেট’ এর বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ, স্টাফ করেসপন্ডেন্ট শামীম সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ইতোমধ্যে পোর্টালটি পাঠক প্রিয়তা অর্জন করেছে। আগামীতে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্যে দিয়ে আরও এগিয়ে যাক কাঙ্খিত স্থানে। শুভ কামনা ‘জাগো২৪.নেট’।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন