প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

অবশেষে সুদুর সাইপ্রাস থেকে প্রেমের টানে ছুটে আসা তরুণীর সাভারে বিয়ে

অবশেষে সুদুর সাইপ্রাস থেকে প্রেমের টানে ছুটে আসা তরুণীর সাভারে বিয়ে । শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় শামীম আহমেদের বাড়িতেই দেখা মেলে নতুন এই দম্পতির। গতকাল ৩০ নভেম্বর বিয়ে করেছেন তারা। এর আগে, ২৭ নভেম্বর বাংলাদেশে এসেছেন আন্তিতেলেবান্তু। দীর্ঘদিনের প্রেম, অবশেষে সুদুর সাইপ্রাস থেকে ছুটে এসেছে ঢাকার সাভারের আশুলিয়ার তরুণ শামিমের ঘরে। বিয়ের কাজ সেরেছেন এই দম্পতি। তাকে বরণ করতে নানা আয়োজন। বিদেশিনীকে একনজর দেখতে ভীড় জমাচ্ছেন এলাকাবাসী।এই খবরে যেন উৎসবের আমেজ এলাকায়। শামীম ও আন্তিতেলেবান্তুর সাথে কথা বলে জানা যায়, শামীম ২০১৫ সালে পাড়ি জমিয়েছিলেন সাইপ্রাসে। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে চাকরি নিয়েছিলেন সাইপ্রাসের একটি পানশালায়। মেয়েটিও সেখানেই চাকরি করতেন। আর সেখানেই তাদের পরিচয়। পড়াশোনা শেষে এ বছরের জুনে দেশে ফিরে আসেন শামীম। সাইপ্রাসে আইনী জটিলতা থাকায় সেখানে তাদের বিয়ে না হলেও দুই পরিবারের সম্মতিতে ২০২১ সালে হয়েছিল বাগদান। বাংলাদেশে আসার আগেই নিজের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আন্তিতেলেবান্তু। এরপরেই দেশে এসে মুসলিম আইন আনুযায়ী দুজনে আবদ্ধ হলেন দম্পতি হিসেবে। কেন বাংলাদেশকে ভালো লেগেছে আন্তিতেলেবান্তুর? জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির কারণে এদেশকে পছন্দ করেছেন তিনি। আর শামীমকে কেন স্বামী হিসেবে পছন্দ করেছেন তা জানতে চাইলে তিনি বলেন, শামীম মানুষ হিসেবে খুবই ভালো ও মিশুক। আর সবচেয়ে বড় বিষয় শামীম সম্পর্কের ব্যাপারে প্রচন্ড অনুগত। আমার পরিবার শামীমের ব্যাপারে সব জানে। তারাও খুশি। শামিম আহাম্মেদ বলেন, আমরা দুজন সাইপ্রাসেই বাগদান করেছি। আন্তিতেলেবান্তুর গত ২৭ নভেম্বর হঠাৎ করে আমাকে ফোন করে বলে আমি তোমার দেশে আসছি, আমি দেশে আসার জন্য তৈরি। পরে দেশে আসার পর গতকাল ৩০ নভেম্বর আমরা বিয়ে করি। বিয়েতে আমার পরিবারের সবাই অত্যন্ত খুশি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন