প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল

নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বেশিরভাগ প্রার্থী নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে সোডাউন দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এনিয়ে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। চারিদিকে এখন বইছে উৎসবের আমেজ। ১১ প্রার্থীর মধ্যে কেউ মহাদেবপুর ও বদলগাছী সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট, আবার কেউ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারিদের মধ্যে রয়েছেন এই আসনের বর্তমানে আওয়ামী লীগের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে, নৌকার নতুন মুখ সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, এই আসনের অপর সাবেক এমপি, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব সদ্য প্রয়াত ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম মায়া চৌধুরী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে, বাংলা চলচিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও ইউটিউবার শামিনুর রহমান চিকন আলী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে, মহাদেবপুরেরএনজিও মালিক মাসুদ রানা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে, সোহেল কবির চৌধুরী তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে, স্বপন কুমার দাস এনপিপির প্রার্থী হিসেবে, জাবেদ আলী বিএনএফ এর প্রার্থী হিসেবে, আলাল হোসেন জাকের পার্টির প্রার্থী হিসেবে, ডিএম মাহবুবুল মান্নাফ ও ফিরোজ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন