প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবপুর পৌর আওয়ামীলীগের নৌকার কান্ডারী খোকন ভুঁই

শিবপুর পৌর আওয়ামীলীগের নৌকার কান্ডারী খোকন ভুঁইয়া । নরসিংদী শিবপুর উপজেলা পৌরআওয়ালীগের নিবেদিত প্রাণ খোকন ভুঁইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কার সমর্থনে মিছিল ও কোন সংযোগ চালিয়ে যাচ্ছেন শিবপুরের কৃতি সন্তান খোকন ভূঁইয়া। তিনি শিবপুর উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি হয়ে নৌকার পক্ষে মিটিং মিছিল ও কোন সংযোগের মাধ্যমে শিবপুর উপজেলা চষে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শিবপুরের খোকন ভুইয়া রৌদ্র ,বৃষ্টি উপেক্ষা করেই দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ গ্রহণের মাধ্যমে হয়ে ওঠেন শিবপুর পৌরবাসীর তৃণমূল আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। দলীয় সকল কর্মকান্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে তিনি নরসিংদীর শিবপুর পৌর বাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবপুরের পৌর রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র খোকন ভূঁইয়াকে মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করবেন এমটাই প্রত্যাশা সকলের।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন