প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দাউদকান্দিতে সামি হত্যায় জড়িতদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

দাউদকান্দিতে সামি হত্যায় জড়িতদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন। দাউদকান্দি উপজেলার বরকোটা গ্রামের ফুল মিয়ার ছেলে মাহমুদুর রহমান সামি (১৩) এর হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলি ও মানববন্ধন করেছে নিহত সামির আত্মীয় স্বজনসহ ওই এলাকার কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। আজ ১ ডিসেম্বর সকালে ঢাকা-মতলব সড়কের বিটেশ্বর নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বরকোটা গ্রামের গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগম সামিকে বেরানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে গেল ১৬ নভেম্বর ২০২৩ ইং তারিখে উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি মাছের প্রজেক্ট থেকে সামির হাত পা বাধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন