প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের

বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের । বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যানের সহকারী। ১ডিসেম্বর,শুক্রবার ভোরে উপজেলার রংপুর বগুড়া মহাসড়কের মোকামতলা আন্ডারপাস ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালকের নাম মিরাজ(২২)। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের বাসিন্দা। আহত সহকারীর নাম আতিয়ার (৩০)। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর দিক থেকে আসা কার্গো পরিবহন নামে একটি কাভার্ডভ্যান মোকামতলা আন্ডারপাস ব্রিজের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কাভার্ডভ্যানের চালক। আহত সহকারীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, এঘটনায় কাভার্ডভ্যান ও ট্রাক আটক করা হইছে। ট্রাকচালক পলাতক। মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন