প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পীরগাছায় মনোনয়ন দাখিলের পর বাণিজ্য মন্ত্রীর রাসমেলা উদ্বোধন

পীরগাছায় মনোনয়ন দাখিলের পর বাণিজ্য মন্ত্রীর রাসমেলা উদ্বোধন । গতকাল সন্ধ্যায় ঐতিহ্যবাহী তাম্বুলপুর বাজারে রাসমেলা উদ্বোধন করেন, বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এম পি। রংপুরের পীরগাছা উপজেলাধীন ঐতিহ্যবাহী তাম্বুলপুর বাজারে গতকাল সন্ধ্যায় রাসমেলার উদ্বোধন করা হয় এবং তাম্বুলপুর বাজারে রাসমেলা পুজা কমিটির পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এম পি এর হাতে উপহার হিসেবে নৌকা তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন তাম্বুলপুর বাজারের রাসমেলা পুজা কমিটির সভাপতি অনোল চন্দ্র বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন, বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এম পি, আরও উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, ৬নং তাম্বুলপুর ইউ পি চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ মুকুল, তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ডাঃ জাহিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শাহীন সরদার, ইউ পি সদস্য আব্দুল গফুর ও শ্রী যাদব সরকার সহ রাসমেলা পুজা কমিটির সদস্য ও ইউনিয়নের সকল নেতা কর্মী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তব্যে টিপু মুন্সি এম পি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং নৌকায় ভোট দিয়ে আবারও নির্বাচিত করলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাসমেলা যাতে সকলে ভালো ভাবে উদযাপন করতে পারে সে জন্য সকলকে আহবান জানান এবং রাসমেলা পুজা কমিটির সভাপতির বক্তব্যে পুঁজা মন্দিরের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য সকলকে আস্বস্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন