প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁদপুর ফরিদগঞ্জ ৪ আসনে “মাহবুবুর রহমান ভূঁইয়া” দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের” সহ খুলনা বিভাগ সাংগঠনিক সফর ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন।

সাগরিকা আক্তারঃ

আগামীকাল ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার সংসদ সদস্য এমপি প্রার্থী বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাহবুবুর রহমান ভূঁইয়া ও দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের সহ যশোর , মাগুরা, এবং খুলনা, সাংগঠনিক সফর ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন।

উনার সহযোগী হিসেবে আছেন, অ্যাড. বদরুদ্দোজা সুজা ( সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ) এবং কাজী আবুল খায়ের, (মহাসচি ব বাংলাদেশ মুসলিম লীগের)

মাহবুবুর রহমানভূঁইয়া” তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন