প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নবীগঞ্জে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ৭ নং ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, ৮ নং সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, প্রধান শিক্ষক রুবেল মিয়া,হিরা মিয়া, শিক্ষক আশরাফুল আলম, মাওলানা মাহবুবুর রহমান,মাওলানা আলী আক্কাস মোল্লা,মাওলানা সাজ্জাদুর রহমান, প্রভাষক রাহুল ঘোষ পলাশ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাস, যুব উন্নয়ন কমকর্তা বুরহান উদ্দিন ভূইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাহিদ মিয়া, মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা আক্তার কাকলি, ইউপি সদস্য শামসুন্নাহার, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক স্বপন রবি দাস, শিক্ষক মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম আহমদ প্রমুখ। সমাবেশে নবীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে ধর্মীয়ভাবে সম্প্রীতির বার্তা তৃনমুল পর্যায়ে প্রচার করতে হবে। এছাড়া কেই যাতে সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাকতে হবে।

প্রেরকঃ
স্বপন রবি দাস
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মোবাইলঃ০১৭০৩-৫৬৮৮৯৭

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন