প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ৪ ।

মাটি মামুন রংপুর।

রংপুরে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ছোট নুরপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান পিথিল (২০), বড় নুরপুর এলাকার আব্দুস সালাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (২১), দক্ষিণ গুপ্তপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রবিন (২৫) এবং নুরপুর এলাকার শামসুল আলমের ছেলে আসাদুল ইসলাম আসিফ (২৪)।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোতয়ালী থানা এলাকার ঠিকাদারপাড়ার মঞ্জুরুল মাস্টারের বাড়ির সামনে থেকে তিনজন চোর একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক রুবেল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের শনাক্ত করেন। পরে বুধবার নগরীর নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

ওসি মাহফুজার রহমান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা স্বেচ্ছায় আদালতে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন