প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় স্মার্ট নারী উদ্দ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

  • নীলফামারীর জলঢাকা উপজেলায় স্মার্ট নারী উদ্দ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম ও সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আকতার পলি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, সর্বজয়ার সহ-সভাপতি জাকিয়া আফরিন হোসেন, রুমি বেগম, স্থানীয় উদ্দ্যোক্তা উম্মে হাবিবা লিসা ও শিরিন আকতার আশা প্রমুখ। সভায় প্রধান অতিথি নারী উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা করার কথা বলেন। প্রধান আলোচক ইউএনও ময়নুল ইসলাম বলেন, জলঢাকা উপজেলা প্রশাসন সবসময় স্থানীয় উদ্দ্যোক্তাদের পণ্য ক্রয় করে উৎসাহ প্রদান করেন। কারন এতে স্থানীয় উদ্দ্যোক্তারা তাদের কাজে স্বীকৃতি পায়। সেমিনারে জলঢাকা উপজেলার নারী উদ্যোক্তাদের সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ সম্পর্কে ধারনা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় উদ্দ্যোক্তাগণ তাদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। উপজেলা পরিষদের আয়োজনে সেমিনারে ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।###

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন