প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কালিয়ায় ইপি,আই টিকাদান কর্মসূচী উদ্ভুদ্ধকরন উঠার বৈঠক অনুষ্ঠিত

মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে কালিয়া উপজেলার ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে বাগুডাঙ্গা মোল্লা বাড়ী মক্তব ইসলামিক ফাউণ্ডেশন কেন্দ্রে ইপি আই টিকাদান কর্মসূচী উদ্ভুদ্ধকরণ কর্মশালা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউণ্ডেশনের মোল্লাবাড়ির অত্র কেন্দ্রে ইমাম মোঃ কমর উদ্দিন সিকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি মাওলানা মোঃ শহীদুল্লাহ্ কালিয়া উপজেলা সুপারভাইজার ইসলাম ফাউন্ডেশন।
বিশেষ অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মাহামুদুল হুসাইন হিসাব রক্ষক ইসমিক ফাউন্ডেশন নড়াইল,
মাওলানা ওসমান গনি কেয়ারটেকার ইসলামিক ফাউণ্ডেশন নড়াগাতী,নড়াইল, মাওলানা শফিকুল ইসলাম মডেল কেয়ারটেকার নড়াগাতী নড়াইল, মাওলনা ওমর ফারুক মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউণ্ডেশন কালিয়া নড়াইল।
এসময় স্থানীয়দের মধ্যে
বক্তব্য রাখেন মোল্লা বাড়ি জামেমসজিদ সভাপতি মোঃ বাইজিদ মোল্লা
উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মোল্লা, জাহেদ মোল্লা,মাহামুব মোল্লা,সাওকাত মোল্লা।
স্থানীয় মধ্যে ইপি আই টিকাদান কর্মসূচী আওতায় উদ্ভুদ্ধ সহ জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।

মোঃ বাবলু মল্লিক
নড়াইল
২১/০৯/২০২৩

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন