প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবিক পুলিশ মল্লিক মনিরুজ্জামান

মোঃইমরান বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি

: খুলনার হরিণটানা থানার এস আই মল্লিক মনিরুজ্জামান মানবিক পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন তার পেশা ও নেশা। তিনি মনিরা বেগম(৭০) নামের অসহায় এক মহিলাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেছেন।এ বিষয়ে জানতে চাইলে মানবিক পুলিশ মনির বলেন,গত ইং ২০ সেপ্টেম্বর রাতে ময়ুর আবাসিক এলাকায় অপরিচিত এক বয়স্ক মহিলাকে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। তখন আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছাই এবং ঐ মহিলাকে উদ্ধার করে তার সাথে কথা বলি।তার এই অবস্থার বিষয়ে জানতে চাইলে,তিনি কিছু না বলে চুপ থাকেন।পরে তাকে রাতে ভাত খেতে দেয়া হয়। ভাত খেয়ে একটু সুস্থ হলে তিনি বলেন তার নাম মিনারা,স্বামীর নাম বাচ্চু মিয়া জেলা রংপুর।তার গ্রাম ও থানার নাম জানতে চাইলে বলতে পারেনি। পরে তাকে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টারে ঐ রাতেই হস্তান্তর করা হয়। তার প্রকৃত ঠিকানা জানার জন্য চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন