প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনা নগরীতে সুভেন্দু দাস নামের পুলিশের এক কনস্টেবলের মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনা নগরীতে সুভেন্দু দাস নামের পুলিশের এক কনস্টেবলের মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ার ফরিদ মোল্লার মোড় এলাকা থেকে সুভেন্দু দাস নামের পুলিশের এক কনস্টেবলের মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম অনিমা দাস। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী ও নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বডিগার্ড সুভেন্দু দাসের মা। মরদেহ উদ্ধারের সময় শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন। ওসি বলেন, পুলিশ গিয়ে দেখে বিছানায় মরদেহটি পড়ে ছিল। নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালঙ্কার এবং আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি। পুলিশ জানায়, কনস্টেবল সুভেন্দুর মা অনিমা দাস তার নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন। সকালে সুভেন্দুকে তার বোন মোবাইল ফোনে কল করে জানান, তার মা কল রিসিভ করছেন না। পরে তিনি ওই বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন