মধ্যনগরে এমপি রতনের জনসভায়
আওয়ামী সমর্থনীদের মহাসমুদ্র
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জ ১আসনের ৩বারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ,মৎসজীবিলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৬সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত মধ্যনগর সদরের প্রধান সড়কে এসমাবেশের সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃএহসান আলী তালুকদার।সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী ও যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ।
জনসভায় কয়েকটি উপজেলা ও এলাকার চার ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্ধ উপস্থিত হয়ে আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরেন।এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন।এছাড়াও নৌকার বিজয়ের লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি।
এসময় আওয়ামীলীগ,যুবলীগ, মৎসজীবিলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দের মিছিলে মিছিলে মুখরিত ও জনসভাটি
আওয়ামী সমর্থনী লোকজনের উপস্থিতিতে মহাসমুদ্র পরিনত হয়েছে, মধ্যনগর উপজেলা সদর। জনসভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন প্রধান অতিথির আসনে সুনামগঞ্জ ১আসনের ৩বারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথির মধ্যে সাবেক জেলা সহ সভাপতি রেজাউল করিম শামীম,তাহিরপুর উপজেলা আওয়ামীগের সভাপতি আবুল হোসেন খান,জামালগঞ্জ আ’সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক নঁবী হোসেন,জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু,তাহিরপুর আ’সাধারণ সম্পাদক অমল কান্তি কর,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,এছাড়াও মধ্যনগর আওয়ামী লীগ,মৎসজীবি লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।