প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জন্মস্থানে আসা এই এক অন্যরকম অনুভূতি আইজি

জন্মস্থানে আসা এই এক অন্যরকম অনুভূতি আইজি

পিশংকর ঋষি শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় নিজ জন্মভূমি শ্রীহাইল গ্রামে ব্যাক্তিগত সফরে আসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বুধবার ( ৬ ই সেপ্টেম্বর ) সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলা আবদুল মান্নান চৌধিরী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে পৌঁছেন।পরে তিনি শাল্লা সদরে থানার নবনির্মিত ২ তলা বিশিষ্ট জামে মসজিদ টি, শুভ উদ্বোধন করেন এরপর থানার গার্ড অফ অনার শেষে থানা পরিদর্শন করেন। বিকেল ৩ টায় সদরে অবস্থিত সর্বজনীন কালী মন্দিরে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উনার সঙ্গে ছিলেন সিলেট বিভাগের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান , সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, সহকারী কমিশনার ( ভূমি ) মো: আলাউদ্দিন , শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,  উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন এ সময় উপস্থিত ছিলেন। বেলা ৩ টায় পুনরায় স্পীড বোড যোগে নিজ গ্রাম শ্রীহাঈলে যান। সেখানে তিনি দুপুরের খাবার শেষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশলবিনিময় করেন। বিকালে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন