ফুলবাড়ীতে পদ বঞ্চিত জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) এর হল রুমে আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদকে আহ্বায়ক কমিটির কোন গুরুত্বপূর্ণ পদে না রেখে ‘পকেট কমিটি’গঠন করা সহ ফুলবাড়ী উপজেলার জাতীয় পার্টির যারা পরীক্ষিত সৈনিক তাদেরকে বঞ্চিত করে গোপনে কমিটি গঠন করেছে। যা সামনের জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে আলোচনা সভায় উল্লেখিত হয়।ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা এই কমিটিকে অবাঞ্ছিত কমিটি গোপনে করা পকেট কমিটিকে আমরা মানিনা আমরা স্বচ্ছ কমিটি চাই বলে জানান।
সাবেক যুগ্ম-আহবায়ক আফসার উদ্দিন ,এমপির প্রতিনিধি হারুন অর রশিদ হারুন, সাবেক যুগ্ন আহবায়ক মজিবর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল রহমান মাস্টার, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান মুকুল, সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম হিরু, সদস্য আব্দুল জলিল, ফুলবাড়ী উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক আল মামুন বাসার ও শাহানুর রহমান শাহীনসহ উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।