ডোমার উপজেলার একটি স্কুলে শিক্ষক প্রয়োজন এবং একটি ভবন প্রয়োজন
মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারী
ডোমার উপজেলার বামুনিয়া এলাকায় অবস্থিত স্কুলটি এই স্কুলটির নাম হচ্ছে মৌজা বামুনিয়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক ইসলাম বলেন আমাদের এই স্কুলটিতে এ যাব তো সেরকম কোন উন্নয়ন আসেনি। এবং কোন কাজ হয়নি। এই স্কুলটিতে ছাত্র আছে কিন্তু টিচারের অভাবের কারণে আমরা নিয়মিত শিক্ষা দিতে পারি না। আমি আবেদন করতেছি এই স্কুলটির দিকে একটু তাকানোর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই উনি যেন এই স্কুলটিতে খুব দ্রুত একটি ভবন তৈরি করে দেন।তিনি আরো বলেন আমাদের স্কুলের দায়িত্বে থাকা সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি । খুব দ্রুত যেন আমাদের এই স্কুলে শিক্ষকের নিয়োগ দেন। তাহলে আমরা স্কুলটিকে আরো উন্নয়ন করতে পারব এবং উন্নয়নের ধারা বজায় রাখতে পারবো শিক্ষার মান বৃদ্ধি, করতে পারব। আমি সহ এ ইস্কুলে তিন জন টিচার আসলে তিনজন টিচার দিয়ে আমাদের স্কুলে ক্লাস নেওয়া খুবই কষ্ট হয়ে যায়। ৫ টা ক্লাসে, তিনজন টিচার।তিনি আরো বলেন।আমার চাওয়ার মূল জিনিসটা হলো আমাদের স্কুল এ শিক্ষক খুবই প্রয়োজন এবং একটি ভবন প্রয়োজন এবং জায়গা খুবই সংকীর্ণ তাই আমি আবেদন করলাম আমাদের স্কুলটিতে খুব দ্রুত যেন শিক্ষকের ব্যবস্থা করে দেন এবং একটি ভবনের ব্যবস্থা করে দেন। তিনি বলেন উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের এই স্কুলে শিক্ষক লাগবে তাহলে আমরা আরো স্কুলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং শিক্ষার মান আরো বাড়াতে পারবো।