প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিরামপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

বিরামপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুর বিরামপুর উপজেলায় রোজ বুধবার (৬ই সেপ্টেম্বর-২০২৩ইং) বাংলাদেশপূজা উদযাপন পরিষদ বিরামপুর উপজেলা শাখার আয়োজনে পুরাতন বাজার সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

সকাল ১০টায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরামপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল আলম (রাজু) বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, সদস্য দিনাজপুর জেলা আওয়ামী লীগ রুহুল আমিন, শিশির কুমার সরকার , নাড়ুগোপাল কুন্ডু শিবেশ কুমার কুন্ডু , শান্ত কুমার কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত ঘোষ অপু, দেবল চন্দ্র মন্ডল, পবন কুমারশীল, পঙ্কজ চন্দ্র মহন্ত, কালীপ্রসন্ন সরকার, জীবন কুমার উপাধ্যায় সহ বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত শত শত ভক্তবৃন্দ। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাবাগান হয়ে ইসলাম পড়ার মধ্য দিয়ে হরি মন্দিরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেন ফোর্স সহ এস আই নিহার রঞ্জন সরকার

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন