প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর মেডিকেলে হিমঘরের ফ্রিজ নষ্ট, লাশে পচন।

রংপুর মেডিকেলে হিমঘরের ফ্রিজ নষ্ট, লাশে পচন।

মাটি মামুন রংপুর।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র হিমঘরের ফ্রিজগুলো অকেজো হয়ে পড়ে আছে চার দিন ধরে।

এতে ফ্রিজের ভেতরে থাকা লাশ পচন ধরেছে।

ফলে প্রচণ্ড দুর্গন্ধে হিমঘরের আশপাশ দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়েছে।

তবে দু-একদিনের মধ্যেই ফ্রিজ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এক হাজার শয্যাবিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্রতিদিনই দুই হাজারের বেশি রোগী থাকছে।

গড়ে প্রতিদিন এ হাসপাতালে ৭ থেকে ৮ জন রোগী মারা যায়। মারা যাওয়া বেওয়ারিশ ও মামলা সংক্রান্ত কারণে অনেক লাশ হাসপাতালের ডেথ হাউজ বা হিমঘরের ফ্রিজে মাসের পর মাস রাখতে হয়।

হাসপাতালের নিচতলার পশ্চিম কোণে অবস্থিত ডেথ হাউজটিতে ফ্রিজ রয়েছে চার টি ।

হঠাৎ তিনটি ফ্রিজই বিকল হয়ে পড়ায় সংরক্ষিত লাশগুলোতে পচন ধরেছে। দুর্গন্ধে হাসপাতাল কর্মী, রোগী ও স্বজনরা খুবই বিরক্ত। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মাহমুদ আলী জানান, ‘লাশ পচা দুর্গন্ধে ডেথ হাউজের পাশ দিয়ে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে।

নাকে রুমাল চেপেও কাজ হচ্ছে না। পুরো পরিবেশই নষ্ট হচ্ছে এই দুর্গন্ধে।’ হিমঘরের কর্তব্যরত ডোম মানু লাল জানান, ফ্রিজগুলো প্রায়ই নষ্ট থাকে।

তবে অনেকদিনের পুরনো হওয়ায় এবার সব ফ্রিজ একসঙ্গে নষ্ট হয়ে গেছে। ডেথ হাউজের কর্মচারী ফারুক বলেন, ‘ফ্রিজ নষ্ট হওয়ার বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।

লাশ পচা গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এখানে ডিউটি করাই অসম্ভব হয়ে পড়েছে।’ এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী সাথে কথা বললে তিনি বিষয়টি এরিয়ে যাওয়ার চেষ্টা করে বলেন আমি আজ মিটিং এ ব্যস্থ আছি আপনারা আগামী সোমবার আসেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন