প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

লালপুরের তোফাকাটা মোড়ে স্বাস্থ্য সেবিকার গলা কাটা লাশ উদ্ধার

লালপুরের তোফাকাটা মোড়ে স্বাস্থ্য সেবিকার গলা কাটা লাশ উদ্ধার ।নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের তোফা কাটা মোড়ে মাহামুদা আক্তার বিথী(২৬) নামের এক স্বাস্থ্য সেবিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে লালপুর থানার পুলিশ। শুক্রবার(২৪শে নভেম্বর-২৩)সকালে তোফাকাটা মোড় এলাকায় রাস্তার পাশের এক কলাই ডাল ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত বিথী লালপুর উপজেলার এবি ইউনিয়নের বরমহাটী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবিকা বলে জানা গেছে। স্থানীয়রা জানান,শুক্রবার সকাল ৭ টার দিকে মজিবুর নামে এক ব্যক্তির জমিতে কালাইডাল কাটতে এসে রাস্তার পাশে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন দিন মজুররা।পরে তারা লালপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন