প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেশের সকল নাগরিক আনন্দ চিত্তে অপেক্ষা করছেন কারা হচ্ছেন নৌকার মাঝি

দেশের সকল নাগরিক আনন্দ চিত্তে অপেক্ষা করছেন কারা হচ্ছেন নৌকার মাঝি?  বাংলাদেশের প্রতিটা নাগরিক আনন্দ চিত্তে অপেক্ষা করছেন কে হতে যাচ্ছেন। কোন্ আসনের নৌকার মাঝি? দেশের সকল স্তরের জায়গা গুলোতে চলছে। গরম আলোচনা। চলছে চা চক্র। চলছে চুল ছেড়া বিশ্লেষণ। তা চলবেই। তার কারণ হচ্ছে দেশের উন্নয়ন। গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ মানেই সকল ধর্মের মানুষ সারা দেশ জুড়ে নিরাপদ। গত পনেরো বছরের সীমাহীন উন্নয়ন দেখে মানুষের শতভাগ বিশ্বাস জন্মেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি। বাংলাদেশের সকল এমপি সহ সর্বস্তরের জন প্রতিনিধিদের প্রতি। সারাদেশের জনগণ আজকে নির্বাচন মুখী হয়েছে। সারাদেশ জুড়ে বড় জুড়েসুরে নির্বাচন হাওয়া বইছে। বাংলাদেশের প্রতিটি আসনে গড়ে এগারো জন করে নৌকা মার্কার প্রার্থী। তাদের সাধ‍্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমপি হওয়ার জন্য বিভিন্ন ভাবে। চেষ্টা করে যাচ্ছেন কেঊ কেঊ অনেক বছর ধরে। আমাদের আগামী শ্লোগান হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতি বদ্ধ। তবে কথা থাকে প্রতিটা আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করে 25 তারিখের মধ‍্যে। তারপর সবার নাম একযোগে প্রকাশ করা হবে। এখানে কথা থাকে যাদের নাম আসুক না কেন আমরা যেন পরবর্তীতে এক হয়ে সবাই নৌকার পক্ষে কাজ করি । কেউ যেন কারো ক্ষতি কেউ না করি। অথবা কোনো গ্রুপিং যেন আমাদের মাঝে না থাকে। আমার শেষ কথা হলো আমরা সবাই আওয়ামী লীগ। আমরা সবাই মিলে একটি পরিবার। আমরা সবাই ঐক‍্য জোট। নৌকা মার্কায় দিব ভোট। আমাদের পরবর্তী টার্গেট স্মার্ট বাংলাদেশ। অথই নূরুল আমিন কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ। 24/11/2023

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন