প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হরিপুরে ভূমিহীন জন সংগঠনে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি দস্যু কর্তৃক সরকারী খাস জমি অবৈধ ভাবে দখল এবং ভূমি হীনদের খাস জমিতে প্রবেশাধিকারে বাধা ও মিথ্যা ও হয়নানী মূলক মামলার প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দ্বারা দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমি হীনদের মাঝে বন্দো বস্তের দাবীতে হরিপুর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জন সংগঠনের নেতৃবৃন্দ হরিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পিতিবার বিকাল ৫ টায় ভূমিহীন জন সংগঠনের আয়োজনে ও সিডিএ দিনাজপুর এর সহয়তায় খলড়া আদর্শ উচ্চবিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান ও আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর ৫নং ইউনিয়ন চেয়ারম্যা রফিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সুজা, সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক, রাজু, বরকতুল্লাহ প্রমুখ। সভায় জন সংগঠনের কর্মকর্তা ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন