প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেরপুর ১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস উদ্দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ১ আসনের জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেরপুর জেলা জাতীয় পার্টি সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন।
২৪ শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার বনানীস্থ জাতীয় পাটির চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দলের মনোনয়নপত্র ফরম সংগ্রহ পূর্বক জমা প্রদান করেন ।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কালে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ ৩৫ বছর থেকে জাতীয় পার্টি করি।
জেল, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা মোকাবেলা করে আজও পল্লী বন্ধু এরশাদের আদর্শকে বুকে ধারণ করে জাতীয় পার্টি করছি।
আশা করছি দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করে শেরপুর ১ আসনে আমাকে দলীয় একক প্রার্থী মনোনীত করবেন।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ খোকন,
শেরপুর শহর জাতীয় পার্টির সভাপতি হারুন জিলানী সরকার,
শেরপুর জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ও শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল আহসান,
যুগ্ম সাধারণ সম্পাদক ও চর পক্ষী মারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ,
ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শেরপুর জেলা ছাত্র সমাজের আহব্বায়ক মো মনির,
নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির নেতা ছোর মাহমুূদ, নকলা উপজেলা জাতীয় পার্টি আহবায়ক
রফিকুল ইসলাম বেলাল সহ জেলা ও জেলার ৫ উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন