প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটার ইউএনও শেখ নুরুল আলম এর বছর পুর্তি উপলক্ষ্য শুভেচ্ছা

বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র কর্মদিবস এক বছর পূর্তি উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠান পালিত । গত ২২ নভেম্বর বুধবার তিনি এ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে এক বছর পূর্তি কর্মদিবস সম্পন্ন করতে সক্ষম হয়েছেন । তিনি গত ২০২২ সালের ২২ নভেম্বর বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন । যোগদানের পর থেকে মিষ্টভাষী, সদালাপী, নিষ্ঠাবান ও কর্মঠ হিসেবে তার যোগ্যতা ও দক্ষতা দিয়ে তিনি একাধিকবার খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন’র নিকট থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কারে সম্মানিত হয়ে কর্মস্থল বটিয়াঘাটা বাসিকে গর্বিত করেছেন ।

গত বুধবার বেলা তিনটায় নির্বাহী অফিসার’র নিজেস্ব কার্যালয়ে কর্মদিবস এক বছর পূর্তি উপলক্ষ্যে জলমা ইউনিয়ন পরিষদ ও বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান বিধান রায় ও পল্লব বিশ্বাস রিটু, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ ও চিরঞ্জীব রায়, ইউপি সদস্য যথাক্রমে আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম লিটন, পার্থ রায় মিঠু, গোবিন্দ হালদার, ইউনিয়ন পরিষদের ফাল্গুনী বেগম প্রমূখ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন