প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ, সাধারণ সম্পাদক ইফতেখায়রুল রানা

মোঃ মিনারুল ইসলাম স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় মোকামতলা ভাই ভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি খালিদ হাসানকে সভাপতি ও দৈনিক মানবজমিনের শিবগঞ্জ প্রতিনিধি ইফতেখায়রুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি রফিকুল ইসলাম(আমার সুন্দর দেশ),যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী(দৈনিক বগুড়া),দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন(প্রভাতের আলো),কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ(ঢাকা টাইমস্) ,কার্যনির্বাহী সদস্য সাবিত হোসেন (মুক্তবার্তা) ও রায়হান আলী (প্রত্যাশা প্রতিদিন)।

কমিটি গঠনপূর্ব সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম। নব গঠিত কমিটির মেয়াদ দুই বছর হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন