প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া-৭ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র উত্তোলন করলেন স্বপন সরকার

মোঃ মিনারুল ইসলাম স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাতীয় পাটি থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য দলীয় অর্থাৎ পার্টির মনোনয়নপত্র ক্রয় করেছেন লুৎফর রহমান সরকার স্বপন। ২২ নভেম্বর/২৩ বুধবার পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেন।

লুৎফর রহমান সরকার স্বপন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি।

এই সাবেক ছাত্রনেতার বাড়ি গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া গ্রামে হলেও ইতিপূর্বে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে তাঁর বেশ পরিচিতি রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন