বাংলাদেশী নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির ওয়াল্ড ক্লাস আম্পায়ারিং এ মুগ্ধ সবাই।
গতকাল লিজেন্ড লীগ ক্রিকেটে দারুণ আম্পায়ারিং করে প্রসংশায় ভাসছেন তিনি। প্রথম ইনিংসে ক্রিস গেইল ফিফটি করার পর রাহুলের প্রথম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লুর আবেদন করেন বোলার। আম্পায়ার তাতে সাথে সাথেই সারা দিয়ে আঙুল উচিয়ে আউট দেন। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি ব্যাটার ক্রিস গেইলের, তিনি রিভিউ নেন।রিভিউ এ দেখা যায় বল ব্যাট ফাকি দিয়ে সরাসরি মিডিল স্ট্যাম্পে আঘাত হেনেছে। থার্ড আম্পায়ার আবারো আউট দেন।
পুরো সময় টা আম্পায়ার জেসিকে খুবই আত্মবিশ্বাসী মনে হয়েছে।