প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সেলফি বাসের নিচে পিষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সেলফি বাসের নিচে পিষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু । ঢাকা জেলা সাভার মডেল থানাধীন হেমায়েতপুর সাকিনস্থ একেএইচ গার্মেন্টস এর সামনে ঢাকা আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মহাসড়কের উপর একটি সেলফি বাসের ধাক্কায় চাকার নিচে পিষ্ট হয়ে এক মহিলা পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এ কে এইচ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল আফসানা আক্তার (২২ ) বরিশাল জেলার কাওনিয়া থানার হবিনগর গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী সেলফি বাসটি ঢাকা মেট্রো – ব-১৩-০৯৫০ এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালাইয়া ঢাকা হইতে আরিচা যাওয়ার পথে একই গামী মোটর সাইকেল যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো হ- ২৪-১৪৫৪ এর পিছনে স্বজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলে পিছনে বসা আরোহী মহিলা পুলিশ কনস্টেবল চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহত পুলিশ সদস্য হওয়া পরিবারের ও ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন