প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আদিতমারী থানার অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার

আদিতমারী থানার অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার । আদিতমারী থানার অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার ২২/১১/২০২৩ খ্রিঃ তারিখ অত্র আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মোঃ আমিনুল ইসলাম, এএসআই/মোঃ জোবায়ের হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আদিতমারী থানাধীন ২নং ভেলাবাড়ী ইউনিয়নস্থ ভেলাবাড়ী ব্যাংঙ্গের চওড়া গ্রামের কাজীপাড়া নুরানী মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার পার্শ্বে হতে পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক (৪৬), পিতা- মোঃ আব্দুল আজিজ @ কাটাউ, সাং- ভেলাবাড়ী শালমারা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর ফেলে যাওয়া নীল রংয়ের প্লাষ্টিকের ড্রাম তল্লাশি করে ড্রামের ভিতরে একটি লাল রংয়ের প্লাষ্টিকের পলিথিনের বস্তার ভিতরে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান-২০,০০০/-টাকা উদ্ধার পূর্বক উক্ত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-২৩, তাং- ২৩/১১/২০২৩ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করে। পলাতক আসামিকে গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন