প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সাতক্ষীরায় পুলিশের উপ-পরিদর্শকের আত্মহত্যা

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী একজন উপ-পরিদর্শক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ২৩শে নভেম্বর সকালে পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আত্মহননকারী পুলিশের উপপরিদর্শকের নাম মোঃ আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ই নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী গনমাধ্যমকে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকুরি করেছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি।, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান গনমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন