প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় কৃষির উপর সংলাপ অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠন সিএসও প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সিএসও এর সম্পাদক সুনেত্রা রানী সন্ন্যাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে কৃষির যান্ত্রিক চাষাবাদ ও কৃষি উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ। এসময় বক্তব্য রাখেন নাগরিক সমাজ সংগঠনের উপজেলা সিএসও সদস্য মঞ্জরুল ইসলাম,স্কুল ফেসিলেটিটর অনিতা রাণী, জলঢাকা রিপোর্টাস ক্লাবের ভবদিশ চন্দ্র, বিধান চন্দ্র, ফিল্ড ফেসিলেটিটর রাণী বেগম প্রমূখ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের নিহারঞ্জন ভট্টাচার্য ।

সংলাপে উপজেলার কৃষি বিষয় সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি কর্মকর্তা।মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সিএসও’র ৪০ জন প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন