প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খালিদ, সাধারণ সম্পাদক রানা

বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খালিদ, সাধারণ সম্পাদক রানা । বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার ১১ নভেম্বর) বেলা ১১ টায় মোকামতলা ভাই ভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি খালিদ হাসানকে সভাপতি ও দৈনিক মানবজমিনের শিবগঞ্জ প্রতিনিধি ইফতেখায়রুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি রফিকুল ইসলাম(আমার সুন্দর দেশ),যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী(দৈনিক বগুড়া),দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন(প্রভাতের আলো),কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ(ঢাকা টাইমস্) ,কার্যনির্বাহী সদস্য সাবিত হোসেন (মুক্তবার্তা) ও রায়হান আলী (প্রত্যাশা প্রতিদিন)। কমিটি গঠনপূর্ব সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম। নব গঠিত কমিটির মেয়াদ দুই বছর হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন