প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় বিবিজি’র উদ্যোগে উদ্যোক্তাদের মাঝে মৌসুমী সবজি চারা বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় বিবিজি’র উদ্যোগে উদ্যোক্তাদের মাঝে মৌসুমী সবজি চারা বিতরণ অনুষ্ঠিত ।বুধবার (২২ নভেম্বর) বিকালে বগুড়া বিজনেস গ্রুপ(বিবিজি)’র উদ্যোগে বগুড়া শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে উদ্যোক্তাদের মাঝে শীত মৌসুমের উপযোগী সবজি চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি বিবিজির সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট আলীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,জামিলনগর’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হান্নান,কৃষিবিদ মাইনুর রহমান,সেলিনা রহমান মলি,অত্র কলেজের অধ্যক্ষ ও এ্যাডভোকেট মিথুন প্রমুখ। এছাড়াও বিবিজি’র কার্যনির্বাহী সদস্য আবু তাহের আকন্দ,শারমিন সুমনা,সেলিনা মাহাবুব,চাঁদনী লিজা,সেলিনা চম্পা,আফসানা ইতি,মনির আহমেদ সহ বিবিজি’র শতাধিক উদ্যোক্তাবৃন্দ। উল্লেখ্য যে,বিবিজি’র উদ্যোক্তাদের বাড়ির ফাঁকা স্থানে সবজি চাষে উদ্বুদ্ধ করেতে উক্ত অনুষ্ঠানে বগুড়া সদরের গোকুলে অবস্থিত ফুলের মেলা নার্সারী এর সৌজন্যে শতাধিক উদ্যোক্তার মাঝে টমেটো,মরিচ,বেগুন ও পেঁপের চারা বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন