প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

ব্রাজিলের মাঠে গেলে বরাবরই তাদের দর্শকগুলো এমন উগ্রতা দেখায়

আজকে শুরুতে যখন দর্শক/পুলিশ ঝামেলায় মেসিরা মাঠ ছেড়ে ভিতরে চলে যায় এবং আবার পরে মাঠে ফিরে আসে। তখন মেসিকে উদ্দেশ্য করে –
🟨 রুদ্রিগোঃ আপনারা কাপুরুষ
🟨 মেসিঃ আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কাপুরষ নই।
ঘটনাস্থলে তারপর ডি পল এসে তাকে হালকা ঝালাই মারে।
——— এখনো খেলার ক্যারিয়ারই ঠিকমতো দাড়ায় নাই, অথচ বড়দের / তাও মেসিকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় তা শিখে নাই। 👿 অথচ, ব্রাজিলের মাঠে গেলে বরাবরই তাদের দর্শকগুলো এমন উগ্রতা দেখায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন