প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রাষ্ট্র বিরোধী মামলার সাজা প্রাপ্ত আসামী এখন আওয়ামীলীগের মেয়রের ব্যক্তিগত সহকারী

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার নব নির্বাচিত মেয়র মোঃ আব্দুল রাজ্জাক এর ব্যক্তিগত সহকারী মোঃ হাবিবুর রহমান টুটুল যিনি ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের নিয়ে ব্যাঙ্গ করে ও খারাপ ছবি তৈরি করার দায়ে গ্রেফতার হন এবং সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেল হাজতে থাকেন। জেল থেকে জামিনে বের হয়ে স্থানীয় বিভিন্ন আওয়ামীগ নেতাদের সাথে চলাচল শুরু করে বিএনপির এই নেতা টুটুল। গত ১৭ জুলাই নব গঠিত তাড়াশ পৌরসভার নির্বাচনের পর থেকেই তাকে নব নির্বাচিত মেয়র মোঃ আব্দুল রাজ্জাক এর ব্যক্তিগত সহকারী হিসেবে দেখা যায় এবং পৌরসভার বিভিন্ন দপ্তরে সকল প্রকার কাজ করতে দেখা যায়। এর মধ্যে হাবিবুর রহমান টুটুল মেসার্স হাবিব এন্টার প্রাইজ নামে একটা নিজস্ব প্রথম শ্রেণির ঠিকাদারি লাইসেন্স ও পেয়েছে বলে জানা যায়। এই নিয়ে দলীয় নেতাকর্মী ও পৌর এলাকার জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে মেয়র মোঃ আব্দুল রাজ্জাক কে বার বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন