প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জ ১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম ক্রয় করলেন সাইফুল ইসলাম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এ উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে আজ দুপুরে রাজধানীর বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ফরম ক্রয় করার পূর্বে শো ডাউন ও মিছিল করেন তারা। আসনটিতে আওয়ামীলীগের নমিনেশন পেতে বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া দৌড়ঝাঁপ করছেন। এরআগে তৃণমূল বিএনপি মহাসচিব তৈমূর আলম খন্দকার এ আসনে লড়তে মনোনয়ন ফর্ম ক্রয় করেন তার দল থেকে। অন্যদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে সম্প্রতি অবরোধ ও হরতালের সময় নাশকতার অভিযোগে একাধিক মামলা থাকায় পলাতক রয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন