প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

শীর্ষে আর্জেন্টিনা

আগের ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তাই সুপার ক্লাসিকো ম্যাচটি লাতিনের দুই পরাশক্তির কাছে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সংঘাত ও ফাউলময় ম্যাচে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। পুরো ম্যাচে ফাউল হয়েছে ৪২টি যার ২৬টিই এসেছে ব্রাজিলের কাছ থেকে। এমনটি প্রথমার্ধে হওয়া ২২টি ফাউলের ১৬টিই করে সেলেসাওরা।
আর্জেন্টিনার কাছে হারের মধ্য দিয়ে আরেকটি রেকর্ড হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিজেদের ফুটবল ইতিহাসে ব্রাজিল কখনই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারেনি। কিন্তু এবার সেই হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। টানা ৬৪ ম্যাচ পর ৬৫তম ম্যাচে এসে সেই হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা।
এদিকে আর্জেন্টিনার কাছে হারের পর তারা লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে নেমে গিয়েছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।
বুধবার (২২ নভেম্বর) লাতিনের সবগুলো দল বাছাই পর্বের ম্যাচ খেলতে নামে। কলম্বিয়া ১-০ ম্যাচে প্যারাগুয়েকে, ইকুয়েডর ১-০ গোলে চিলিকে, উরুগুয়ে ৩-০ গোলে বলিভিয়াকে, আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে এবং পেরু ১-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন