প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাঙ্গুড়ায় ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

ভাঙ্গুড়ায় ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায়

ছাগল চুরির অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে আটক করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ।এরা হলেন,রুবেল(৩৪), জুয়েল (৩০) ও রোকেয়া খাতুন (৪৫)। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায়। গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার অষ্টমনিষা হাইস্কুল মাঠ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাঁদেরকে আটক করে।রাতে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ বলছে,আটক সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য। এসময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল ও তাঁদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, অষ্টমনিষা হাইস্কুল মাঠ থেকে ছাগল চুরির সময় এলাকার লোকজনের সহায়তায় হাতেনাতে তাঁদেরকে আটক করা হয়। এঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদেরকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া,পাবনা।৫ আগস্ট ২০২৩ ইংমোবাইল-০১৭১৫০৯৭৫৭৫

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন