সংসদ সদস্য নয় মন্ত্রী হওয়া দরকার ডাঃ আ ফ ম রুহুল হক এমপির মত জনবান্ধব ব্যাক্তির মেম্বার ইব্রাহীম খলিল ।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা ৩ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সহ সভাপতি,সাবেক সফল স্বাস্থ মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি র অত্যান্ত আস্থাভাজন, নলতা ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য,সাহিত্য অনুরাগী কবি ইব্রাহীম খলিল, দেশের চলমান রাজনৈতিক অবস্থান ও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হওয়ার বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি বলেন সাতক্ষীরা ৩ আসন থেকে তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সহ সভাপতি,সাতক্ষীরার মাটি ও মানুষের নেতা জনবান্ধব ব্যাক্তি ডাঃ আ ফ ম রুহুল হক এমপি,তিনি শুধু জনবান্ধব নয় তিনি জনপ্রিয় ব্যাক্তি,জনগনের সুখে দুঃখে পাশে থাকা ব্যাক্তি,দলীয় নেতাকর্মীদের ডাকে সাড়া দেওয়া ব্যাক্তি,গরীব অসহায় নিপীড়িত জনতার সহযোগীতায় সর্বক্ষন দেখভাল করা ব্যাক্তি,রোড ঘাট ব্রীজ কালভাট,স্কুল কলেজ হাসপাতাল,মসজিদ মাদ্রসা মন্দীর গীর্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টিরেখে জনকল্যাণকর কাজ করা ব্যাক্তি,করোনার প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে থাকা ব্যাক্তি,অসহায় গণমাধ্যমকর্মী,অসুস্থ রোগী,প্রতিবন্ধী, কন্যাদায়গ্রস্ত,গৃহহীন,বেকার যুবক,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,পরিবহন শ্রমিক,অসহায় গার্মেন্টসকর্মী,গ্রাম পুলিশ সহ সর্ব জায়গায় তার অবদানের অন্তনেই।তার নাম সাতক্ষীরার জনগনের মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। সুতারং তার মত ব্যাক্তি সাতক্ষীরা ৩ আসনের বার বার শুধু এমপি নয় মন্ত্রী হিসাবে পাওয়া এ দেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় ও গরীব দুঃখী আ প ম য় জনতার ভাগ্যের ব্যাপার,ক্ষমতাসীন দল আ’লীগের চুটান্ত বিচক্ষনে জনপ্রিয়তা যাচাই করলে,গোয়েন্দা সংস্থার রিপোর্ট গণমাধ্যম এর সংবাদ পর্যালোচনা করে নমিনেশন প্রদান করলে সাতক্ষীরা ৩ আসনে ডাঃ রুহুল হক স্যারের বিকল্প আছে বলে আমি মনে করিনা।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ও উর্দ্ধতন নেতাকর্মীদের সলাপরামর্শ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে সাতক্ষীরা ৩ আসনে সকল প্রার্থীকে টপকিয়ে কোনো প্রতিদন্ধীতা ছাড়া বিপুল ভোটে এমপি নির্বাচিত হবে ডাঃ আ ফ ম রুহল হক স্যার এটা আমার কথা নয় সাতক্ষীরা ৩ আসনের সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ের কথা।আসুন দেশের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে নৌকায় ভোট দিই,দেশের জন্য মানুষের কল্যানে নৌকার বিকল্প কিছুই নাই।মেম্বার ইব্রাহিম খলিল নলতা ইউপি কালীগঞ্জ সাতক্ষীরা।