প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে পাতিচাষী-বুনন কারিগরদের মাঝে ঋণ বিতরণ

নওগাঁর রাণীনগরে পাতিচাষী-বুনন কারিগরদের মাঝে ঋণ বিতরণ । “পাতি চাষে সুরক্ষিত পরিবেশ, গড়বো মোরা স্বাস্থ্যকর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় শতবছরের ঐতিহ্য পাতিচাষী ও মাদুর বুনন কারিগরদের মাঝে সোনালী ব্যাংকের পক্ষ থেকে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনালী ব্যাংক টিটিডিসি শাখা প্রাঙ্গনে এ ঋণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ অঞ্চল। অনুষ্ঠানে সোনালী ব্যাংক নওগাঁ, রাণীনগর, টিটিডিসি, আত্রাই, ত্রিমোহনী ও আবাদপুকুর শাখার মাধ্যমে ৫৭ জন পাতিচাষী ও মাদুর বুনন কারিগরদের মাঝে ২৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর এ্যাসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, সোনালী ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার আজমল হোসেন, রাণীনগর শাখার ম্যানেজার এবিএম আ: হাকিম, টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশীদ তালুকদার, আবাদপুকুরহাট শাখার ম্যানেজার সাকিনুজ্জামান, ত্রিমোহনী শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ও আত্রাই শাখার ম্যানেজার নূরনবী মিলনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন