প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নাটোর -১ আসনে মনোনয়ন পেতে মরিয়া চাচা- ভাতিজাসহ আ. লীগের ২১ প্রার্থী

নাটোর -১ আসনে মনোনয়ন পেতে মরিয়া চাচা- ভাতিজাসহ আ. লীগের ২১ প্রার্থী । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন পেতে মরিয়া চাচা- ভাতিজাসহ আ. লীগের ২১ জন প্রার্থী নেমেছেন। দুই নারী নেত্রীসহ লালপুর উপজেলার ১৪ জন ও বাগাতিপাড়া উপজেলার ৭ প্রার্থী মনোনয়ন ফ্রোম সংগ্রহ ও জমা দিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে (নাটোর-১) আসেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,বীর মুক্তিযোদ্ধা, একুশে পদপ্রাপ্ত শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই সাবেক এমপি এ্যাড.আবুল কালাম আজাদ ও শহীদ মমতাজ উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , শামীম আহমেদ সাগর সহ নাটোর-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন যারা তারা হলেন: বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিছুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসাহাক আলী; নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নল (অব.) মো. রমজান আলী সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আতিকুল হক আতিক, নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়,নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম উজ্জল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য ও শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় উপ কমিটি সাবেক সদস্য ব্যারিস্টার জাকারিয়া হাবিব; আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান বিশ্বাস খোকন,লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. রওশন আলম সুরুজ,বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস; বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান নাহিদ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. হুমায়ুন কবির; বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম,বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মী মিসেস সুলতানা পান্না। এছাড়া নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন। উল্লেখ্য-গত শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। এ আসনে নির্বাচনের ভোটের মাঠে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মধ্যে সংসদ নির্বাচন কেন্দ্রিক দৌড়ঝাঁপসহ নানা তৎপরতা দেখা যাচ্ছে। বিরোধীরা দল ও জোটের প্রার্থীরা নিশ্চুপ ভূমিকা পালন করছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন