প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ জামাই-শশুর গ্রেফতার । নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজাসহ জামাই-শশুরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাইপাস ও পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদিঘী উপজেলার চকজান গ্রামের মৃত ইমদাদুল হোসেনের ছেলে ইমন হাসান (২৫) ও চকজান উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজ্জাদ হোসেন (৪৯)। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে জামাই-শশুর। তারা রাণীনগর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করেন। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, তারা এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে। এ সময় ইমনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে তাদের ভাড়া বাসা থেকে আরও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় তার শশুর সাজ্জাদকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন