প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ জামাই-শশুর গ্রেফতার । নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজাসহ জামাই-শশুরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাইপাস ও পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদিঘী উপজেলার চকজান গ্রামের মৃত ইমদাদুল হোসেনের ছেলে ইমন হাসান (২৫) ও চকজান উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজ্জাদ হোসেন (৪৯)। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে জামাই-শশুর। তারা রাণীনগর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করেন। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, তারা এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে। এ সময় ইমনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে তাদের ভাড়া বাসা থেকে আরও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় তার শশুর সাজ্জাদকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন