প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামপালে রাস্তায় অগ্নিসংযোগকালে যুবক আটক

রামপালে রাস্তায় অগ্নিসংযোগকালে যুবক আটক । বাগেরহাটের রামপালে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ। সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার গাজী আ. হাকিমের ছেলে। গতকাল সোমবার (২০ নভেম্বর) উপজেলার ভাগা বাজার এলাকায় রাস্তায় আগুন দেওয়ার সময় রামপাল থানা পুলিশের একটি দল নাজমুলকে হাতেনাতে আটক করে। রামপাল থানা সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত যুবক নাজমুল হাসান ভাগা বাজার এলাকায় কিছু ঝুট(পুরোনো কাপড়) দিয়ে রাস্তায় আগুন জ্বালায়। এসময় ঐ এলাকায় টহলরত থানা পুলিশের একটি দল তাকে আটক করে। এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান যে, গতকাল রামপালের গুরুত্বপূর্ণ ভাগা বাজার এলাকায় অগ্নি সন্ত্রাসের চেষ্টা চালায় নাজমুল হাসান নামের এক যুবক। এসময় তাকে থানা পুলিশের টহলরত একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন