প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসনের এম পি পদপ্রার্থী সাবিহা মুবাশশির নিলয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসনের এম পি পদপ্রার্থী সাবিহা মুবাশশির নিলয়।  ২১শে নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের থেকে মনোনয়ন কিনেন কুমিল্লা ১০ আসনের এম পি পদপ্রার্থী বাংলাদেশ তাতিলীগ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও এন এ এন টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়। এসময় তিনি তার সকল নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন কেনার পরে আনন্দ মিছিল করেন ও দুপুর ১টায় মনোনয়ন ফরমটি পুনরায় জমা দেন। এ সময় তিনি বলেন, আমি আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আমি নৌকা মার্কার মনোনয়ন নিয়ে নির্বাচনের মাধ্যমে নৌকা মার্কার জয় নিয়ে আসবো ইনশাল্লাহ। দলীয় মনোনয়ন পেলে কুমিল্লা -১০ আসনের সাধারণ মানুষের পক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেবক হয়ে জনগনের জন্য কাজ করে যাবো। এবং মনোনয়ন পত্র না পেলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাবো বলে জানান এনএনটিভির ব্যাবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ তাতিলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সাবিহা মুবাশশির নিলয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন