প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে আধুনিক প্রযুক্তির মাধ‍্যমে ধান, গম, পাট বীজ উৎপাদনের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

রাউজানে আধুনিক প্রযুক্তির মাধ‍্যমে ধান, গম, পাট বীজ উৎপাদনের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত ।২০২৩-২০২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ‍্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ধানবীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব‍্যবস্থাপনায় ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাজীপাড়া মাজার সংলগ্ন মাঠে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির। পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাদা এস এম আসাদ উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা জিয়াউদ্দিন মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ্র, কৃষক মোহাম্মদ আব্দুল শুক্কুর। এছাড়াও এসময় কৃষক অহিদুল আলম, এস এম আজাদ উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিমে চৌধুরীর যোগ্য নেতৃত্বে কৃষিতে বিপ্লব ঘটেছে এবং আগামীতে সারা দেশের মধ‍্যে কৃষি বিপ্লবের মাধ‍্যমে রাউজান উপজেলাকে মডেল হিসেবে রুপান্তরিত করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন